ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

'রাজাকার রাজাকার' স্লোগানে ফের উত্তাল ঢাবি ক্যাম্পাস

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১৫ ০০:২৭:৩৮
'রাজাকার রাজাকার' স্লোগানে ফের উত্তাল ঢাবি ক্যাম্পাস

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'রাজাকার' মন্তব্যের এক বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও 'তুমি কে আমি কে রাজাকার রাজাকার' স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। গত বছরের এই দিনে তার মন্তব্যের পর যে কোটা সংস্কার আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল, সেই দিনটিকে স্মরণ করে সোমবার (১৪ জুলাই) রাতে শত শত শিক্ষার্থী রাজপথে নেমে একই স্লোগান দিয়েছেন।

২০২৪ সালের ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে একজন টিভি সাংবাদিক কোটা ও মেধা নিয়ে প্রশ্ন উত্থাপন করে বলেন, মেধায় সবাই সমান হলেও যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান ও একজন রাজাকারের সন্তান দুটি অপশন থাকে, তবে অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেওয়া উচিত। এই মন্তব্যের পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী জোরের সঙ্গে 'অবশ্যই' বলে সম্মতি জানান। এরপর তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন? তার মানে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা মেধাবী না। যত রাজাকারের বাচ্চারা, নাতি-পুতিরা হলো মেধাবী।"

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সেই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং আন্দোলনকারী শিক্ষার্থীসহ সচেতন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে রাজপথে নেমে আসেন। তাদের মুখে ছিল 'তুমি কে আমি কে রাজাকার-রাজাকার', 'কে বলেছে কে বলেছে, স্বৈরাচার-স্বৈরাচার' এবং 'চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার' স্লোগান। ছাত্রীরাও হল গেটের তালা ভেঙে আন্দোলনে যোগ দেন এবং দ্রুতই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত