ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
                                    দেশের আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এর অঙ্গপ্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজ ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রায় ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত প্রতিবেদন পাঠাচ্ছে বিএসইসি।
সোমবার (১৪ জুলাই) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসির নিজস্ব পরিদর্শনে সুস্পষ্ট প্রমাণ মিলেছে যে, এই তিনটি প্রতিষ্ঠান মার্জিন ঋণের অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থপাচারের ঘটনা ঘটিয়েছে। মার্জিন ঋণ হলো শেয়ার কেনার জন্য ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক থেকে নেওয়া ঋণ, যার অপব্যবহারের মাধ্যমে অর্থপাচার একটি গুরুতর আর্থিক অপরাধ।
এই গুরুতর অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর তৎকালীন পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিএসইসি। এর মধ্যে অন্যতম সুপারিশ হলো, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা গ্রহণ করা, যাতে তারা তদন্ত এড়িয়ে বিদেশে পালিয়ে যেতে না পারেন।
আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএসইসি নিয়মিতভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করছে। এই তদন্তও তারই অংশ। দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের কঠোর পদক্ষেপ অপরিহার্য বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
মানি লন্ডারিং কেবল একটি আর্থিক অপরাধ নয়, এটি দেশের অর্থনীতিতে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। এটি অবৈধ অর্থের প্রবাহ বাড়ায়, অর্থনীতির স্বাভাবিক গতিকে ব্যাহত করে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। ২৯৬ কোটি টাকার মতো বিশাল অঙ্কের অর্থপাচারের অভিযোগ তাই দেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
বিএসইসি কর্তৃক তদন্ত প্রতিবেদন দুদকের কাছে পাঠানোর পর এখন দুদকের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুদক এই প্রতিবেদনের ভিত্তিতে নিজস্ব তদন্ত শুরু করবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে শেয়ারবাজারের অংশীজনদের প্রত্যাশা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক