ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিএনপির শীর্ষ নেতাদের টার্গেট করে চালানো হচ্ছে অপপ্রচার : মির্জা ফখরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৪ ১৪:০৮:৫৮
বিএনপির শীর্ষ নেতাদের টার্গেট করে চালানো হচ্ছে অপপ্রচার : মির্জা ফখরুল

বিএনপির শীর্ষ নেতাদের টার্গেট করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “একটি বিশেষ মহল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপি এবং তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া সোহাগ হত্যা ইস্যুকে ভিন্নখাতে প্রবাহিত করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।”

বিএনপির এই নেতা জানান, “যাদের নাম এজাহারে রয়েছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি আজীবনের জন্য বহিষ্কারও করা হয়েছে। বিএনপি প্রথম থেকেই এ হত্যার নিন্দা জানিয়েছে এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।”

নিহত সোহাগের পরিবারের মতামতের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, “তারা এজাহারে উল্লেখ করা কয়েকজনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত অপরাধীরা বাদ পড়ে নিরপরাধ তিনজনকে মামলায় জড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তদন্তেও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে জনমনে প্রশ্ন তৈরি করছে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “সরকারে না থেকেও একটি রাজনৈতিক দলের মিছিল এবং অশালীন স্লোগান পুনরায় দেশে ফ্যাসিবাদের ছায়া ফেলছে কি না সেই প্রশ্নও উত্থাপিত হচ্ছে।”

মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, “নির্বাচন বিলম্বের পেছনে কোনো ষড়যন্ত্র চলছে কি না তা ভেবে দেখা উচিত। গুটিকয়েক দলের স্বার্থে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে।”

কুমিল্লা ও খুলনায় সাম্প্রতিক বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই ঘটনাগুলোর প্রতিক্রিয়া সবার পক্ষ থেকে সমান জোরালো ছিল কি না সেটাও এক প্রশ্ন।”

ফখরুল অভিযোগ করেন, “মিটফোর্ডে প্রকাশ্যে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডকে সরকার পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে থাকার পরও যদি এমন ঘটনা ঘটে তাহলে তা জনমনে উদ্বেগ তৈরি করাই স্বাভাবিক।”

বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এই কমিটি ঘটনাটির প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করে তা জনসমক্ষে প্রকাশ করবে। পাশাপাশি সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দিচ্ছি।”

শেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, “ঘটনার প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে এমন নৃশংস ঘটনাকে ব্যবহার না করাই উচিত।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত