ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
সর্বজনীন পেনশন স্কিমে নতুন ১৭ ব্যাংক; সমঝোতা স্মারক সই

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলো আরও ১৭টি বেসরকারি ব্যাংক। এখন থেকে স্কিমে অংশগ্রহণকারীরা এই ব্যাংকগুলোর মাধ্যমেও চাঁদা পরিশোধ করতে পারবেন।
সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) আজ সোমবার (১৪ জুলাই) এসব ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায় পেনশনভুক্তদের নিবন্ধন, চাঁদা আদায় এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযুক্তিকরণ প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকগুলোকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, “সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে তফসিলি ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকগুলো যেন তাদের গ্রাহকদের এই স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করে দেশের মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে।”
চুক্তির আওতায় নতুন করে যে ১৭টি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়েছে, সেগুলো হলো: ব্যাংক এশিয়া, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক, মেঘনা ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
এই অন্তর্ভুক্তির ফলে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১টিতে। পর্যায়ক্রমে বাকি দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোকেও এই উদ্যোগে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালিত এই স্কিমে চারটি পৃথক কর্মসূচি চালু রয়েছে। সেগুলো হলো: প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা।
এসব কর্মসূচি যথাক্রমে প্রবাসী বাংলাদেশি, বেসরকারি খাতের কর্মচারী, স্বনিয়োজিত ব্যক্তি এবং নিম্ন-আয়ের জনগোষ্ঠীর জন্য চালু করা হয়েছে।
প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ইউনিক পেনশন আইডি দেওয়া হয়। এর মাধ্যমে তিনি অনলাইনে তাৎক্ষণিকভাবে নিজের জমাকৃত চাঁদা ও অর্জিত মুনাফা দেখতে পারেন।
সর্বজনীন পেনশন স্কিমে রয়েছে আয়কর রেয়াত, ঋণ সুবিধা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি সহঅংশীদারিত্বের সুযোগ। এর মাধ্যমে অবসরকালীন আর্থিক নিরাপত্তার পাশাপাশি সামগ্রিকভাবে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ