ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
‘পুতিন সকালে ভালো কথা বলে রাতে সবার ওপর বো-মা মারেন’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলতি বছরের জানুয়ারি থেকে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাঙ্ক্ষিত ফল না মেলায় সম্প্রতি তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে কটাক্ষ করে বলেন, “পুতিন সকালে সুন্দর কথা বলেন কিন্তু সন্ধ্যায় সবার ওপর বোমা ফেলেন।”
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যান্ড্রুজ যৌথ ঘাঁটিতে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “আমরা ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠাবো। এটা ওদের খুব দরকার। পুতিন অনেককেই বিস্মিত করেছেন। তিনি সকালে ভদ্রভাবে কথা বলেন আর রাতে বোমা মারেন—এটা আমি মোটেও পছন্দ করছি না।”
ট্রাম্প আরও জানান, ঠিক কতটি প্যাট্রিয়ট পাঠানো হবে তা এখনো নির্ধারিত হয়নি। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন, অস্ত্র সরবরাহ সংক্রান্ত বিষয়ে ইউরোপের ন্যাটো মিত্রদের সঙ্গেও আলোচনা করছেন যেন তারা ইউক্রেনকে সরাসরি সহায়তা দিতে পারে।
এ সপ্তাহেই ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনকে সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সেই সূত্রে ট্রাম্প জানিয়েছেন সোমবার তিনি রাশিয়া নিয়ে “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা” দিতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পের আসন্ন ঘোষণায় ইউক্রেনের জন্য “আক্রমণাত্মক অস্ত্র” সরবরাহের বিষয়টি থাকতে পারে বলে দু’টি গোপন সূত্র জানিয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে এলেও ট্রাম্প ক্রমশ পুতিনের আচরণে অসন্তোষ প্রকাশ করছেন। বিশেষ করে সম্প্রতি তিনি বলেছেন, “পুতিন সব সময় ভদ্রভাবে কথা বলেন কিন্তু তার কথার কোনো মানে নেই। তিনি নাটকীয়ভাবে মিথ্যা বলেন।”
এর আগে হোয়াইট হাউসে ফেরার পর ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন খানিকটা কমিয়ে দিয়েছিলেন ট্রাম্প। তিনি মার্কিন সহায়তাকে করদাতাদের জন্য “অযাচিত বোঝা” হিসেবে আখ্যায়িত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও শান্তি আলোচনায় অন্তরায় বলে মন্তব্য করেছিলেন।
রোববার এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেননি যে তাঁর ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে কোনো নতুন নিষেধাজ্ঞা থাকবে কি না। তবে তিনি আবারও বলেন, “পুতিন আমাকে হতাশ করেছেন। আমি ভাবতাম তিনি যা বলেন তা-ই করেন। কিন্তু দেখা যাচ্ছে তিনি সকালে কথা বলেন আর রাতে মানুষকে উড়িয়ে দেন। এটা আমাদের কারও পছন্দ নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি