ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণে ২০ দেশের জোটে বাংলাদেশ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১২ ১৭:৫৬:৪৩
ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণে ২০ দেশের জোটে বাংলাদেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক জরুরি বৈঠকে অংশ নিতে যাচ্ছে ২০টিরও বেশি দেশ। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সম্মেলনটি আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের যৌথ আয়োজক কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা।

বৈঠকে মূলত আলোচনা হবে—ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনিভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব তা নির্ধারণ করা। আয়োজকরা মনে করছেন, গাজায় ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এক ধরনের দায়মুক্তির মাধ্যমে সংঘটিত হচ্ছে।

এর আগে গত ৩১ জানুয়ারি আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে ‘হেগ গ্রুপ’ নামে একটি জোট গঠিত হয় নেদারল্যান্ডসে। এই জোটে বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা সদস্য হিসেবে রয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা জানান, হেগ গ্রুপের গঠনের মাধ্যমে বিশ্বে একটি সচেতনতা তৈরি হয়েছে। বোগোটা সম্মেলনের মাধ্যমে একই বার্তা আবারও দেওয়া হবে—“কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই দায়মুক্ত থাকতে পারে না।”

তিনি বলেন, “আমরা আইন, কূটনীতি এবং অর্থনীতির সমন্বয়ে এমন ব্যবস্থা নিতে চাই যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যেতে না পারে।”

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৫৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ এবং প্রায় ২০ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের মুখে রয়েছে। অনেক দেশ এবং বিশেষজ্ঞরা এসব হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন।

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপ-মন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই গণহত্যা বৈচিত্র্য ও বহুত্ববাদী মূল্যবোধের জন্য বড় হুমকি। কলম্বিয়া কোনোভাবেই এই নৃশংসতা উপেক্ষা করতে পারে না।”

তিনি আরও জানান, সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো শুধু নিন্দাই জানাবে না বরং ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের বাস্তব পদক্ষেপ নেওয়া যায় তার রূপরেখা প্রণয়নেও কাজ করবে।

বৈঠকে অংশ নিতে যেসব দেশ সম্মতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে—আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিনস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত