ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নৈরাজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১২ ১৪:৩৯:৪২
নৈরাজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

দেশজুড়ে আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। এছাড়া চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।

আজ শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মো. বাহারুল আলম বলেন, “সারা দেশে, বিশেষ করে ঢাকায় যারা আধিপত্য বিস্তার করছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আইজিপি জানান, “গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল দুর্বল থাকায় তারা শতভাগ কার্যকর ভূমিকা রাখতে পারছে না।”

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কিন্তু শাস্তি নিশ্চিত করার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত