ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বিএনপি পতনের দাবিতে আমরা নামি নাই: ইয়ামিন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১২ ১৪:২৭:০৭
বিএনপি পতনের দাবিতে আমরা নামি নাই: ইয়ামিন

যুবদল নেতাকর্মী কর্তৃক রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে বিবস্ত্র করে জনসম্মুখে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (১২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

সংগঠনটির ঢাবি সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ক্ষমতা অনেক পিচ্ছিল জিনিস। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল তাদের শত্রু না। নিজেরা ভালো মানুষ হলে হবে না, দলের রাজনীতির চরিত্র পরিবর্তন করতে হবে। অন্যথায় একটা ভালো ছেলে দলে ডুকে সন্ত্রাস, ধর্ষণকারী হলে তখন এই দ্বায় কার?

"বিএনপিতে যদি কোনো ভালো ছেলে ডুকে ধর্ষণকারী হিসেবে বের হয় তবে এই দ্বায় দলের। আপনারা চাঁদার ভাগ নিলে খুন, ধর্ষণের মতো ঘটনাগুলোর ও দ্বায় নিতে হবে।"

গণমাধ্যমের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বিন ইয়ামিন বলেন, ঘটনা বুধবার ঘটলেও কোনো গণমাধ্যমে তা প্রচার হয় নি। মিডিয়ার ভাইরা তখন কোথায় ছিলো? আওয়ামী লীগের শাসনামলেও মারধর, খুন হতো কিন্তু মিডিয়ায় তা প্রচার হতো না। মিডিয়া কন্ট্রোল করা ফ্যসিবাদীদের সবচেয়ে বড় আচরণ।

গতকাল বুয়েট, কুয়েট সহ সারা বাংলাদেশে বিএনপির অন্যায় আচরণের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এতে বুঝা যায় দলের অবস্থান নির্বাচনের আগে কেমন। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনই সুযোগ প্রশাসনের ভাইদের নিজেদের কাজ সুষ্ঠুভাবে করার। আপনারা চুপ করে থাইকেন না।

উদ্বেগ প্রকাশ করে ইয়ামিন বলেন, "বিএনপি ১০ মাসে ১০০ এর অধিক খুনের মতো ঘটনা ঘটিয়েছে। ক্ষমতায় আসার আগে এতো খুন, ধর্ষণের ঘটনা ঘটলে ক্ষমতায় আসার পরে তাদের অবস্থা কী হবে?"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত