ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

দেশে ফিরছেন বাণিজ্য উপদেষ্টা; শুল্ক আলোচনা নিয়ে যা জানা গেল

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ জুলাই ১২ ০৯:৪৮:৫৭
দেশে ফিরছেন বাণিজ্য উপদেষ্টা; শুল্ক আলোচনা নিয়ে যা জানা গেল

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনও অমীমাংসিতই রয়ে গেছে। দু’পক্ষই সিদ্ধান্ত নিয়েছে যে, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে দুই দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন। এই পরবর্তী আলোচনা ভার্চুয়াল ও সামনাসামনি উভয় উপায়েই হতে পারে। খুব শিগগিরই সেই সময় ও তারিখ নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, আজ শনিবার (১২ জুলাই) বাণিজ‍্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবার যাবেন।

তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ভার্চুয়ালি ঢাকা থেকে অংশগ্রহণ করেন। এছাড়াও ভার্চুয়াল আলোচনায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।

এই তিন দিনের আলোচনার সমন্বয় কার্যক্রম পরিচালনা করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত