ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
মিডফোর্ড হত্যাকাণ্ড
বিক্ষোভে উত্তাল সারা দেশ

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও সমাবেশ করেছে।
শুক্রবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। সমাবেশে বক্তারা সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো চেষ্টা রুখে দেবে ছাত্রসমাজ ও জনগণ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চেরাগি পাহাড় মোড় হয়ে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা জানান, দেশে কোনো রাজনৈতিক দলকেই সন্ত্রাসের আশ্রয় নিয়ে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লবের পর দেশে চাঁদাবাজি আর বরদাশত করা হবে না।’
অন্যদিকে, খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। রাতে এসব প্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপি খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-এর আদর্শকে কলঙ্কিত করার চেষ্টা করছে।
এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শের-ই বাংলা হল থেকে মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে দেশ সুশৃঙ্খলভাবে এগিয়ে চললেও বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো বারবার বাধা সৃষ্টি করছে।
এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরাও বিক্ষোভ মিছিল করেন। সোহাগ হত্যার নিন্দা ও দোষীদের বিচারের দাবিতে তারা ঐক্যবদ্ধ হন।
মুন্সীগঞ্জেও এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কাচারি এলাকা থেকে শুরু হওয়া মিছিলে বিভিন্ন স্তরের ছাত্র-জনতা এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাদারীপুরের শিবচর এবং ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
এছাড়াও দিনাজপুর, ভোলাসহ দেশের অর্ধশতাধিক স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় তারা চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান এবং সোহাগ হত্যার বিচার দাবি করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তার জালে তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তির সাক্ষাৎকার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি
- প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
- ভারতের ২৫০ সেনা নিহত
- ১৭ কোম্পানি শেয়ারে সফল বিনিয়োগ, ২০ শতাংশের বেশি মুনাফা
- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে, মারা গেলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
- চ্যাটজিপিটি ব্যবহারে ভয়াবহ বিপদ, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ব্যাংক খাতে বিক্রেতা সংকটের নতুন দিগন্ত
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
- কারো বাবা শেষ সম্বল বিক্রি করেছেন, কারো বাবাই নেই
- শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু