ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
মিটফোর্ড হ'ত্যাকাণ্ডসহ সকল খুনের বিচারের দাবিতে ঢাবিতে মশাল মিছিল

রাজধানীর মিটফোর্ডে লাল চাঁন ওরফে সোহাগ, খুলনায় মাহবুব রাহমানসহ সকল হত্যাকাণ্ডের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের তাৎক্ষণিক মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার, রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগরের সভাপতি আল-আমিন রহমান, ঢাবি শাখার সংগঠক সীমা আক্তারসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সৈকত আরিফ বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা ছিলো আমরা এমন একটা দেশ গড়ে তুলবো যেখানে প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। অব্যাহত খুন, ধর্ষণসহ নানা অপরাধে দেশ ছেয়ে গেছে কিন্তু অন্তর্বর্তী সরকার কার্যকর কোন পদক্ষেপ নিতে পারেনি, স্বরাষ্ট্র উপদেষ্টার তৎপরতাও আমাদের চোখে পড়েনি বরং তিনি সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক যোগানোতেই অধিক মনোযোগী বলে প্রতীয়মান হয়েছে। সরকারের উপর মানুষের অনাস্থা তৈরি হয়েছে। আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিন অন্যথায় মানুষ নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।"
বিএনপির সমালোচনা করে সৈকত আরিফ বলেন, "হাসিনার পতনের পর থেকেই আমরা দেখছি হাট-বাজার দখল, ব্যবসা-বাণিজ্য দখলসহ নানা ইস্যুতে বিএনপির নেতা-কর্মীরা পরস্পরের সাথে সংঘর্ষ জড়াচ্ছেন যা অনেকক্ষেত্রেই খুন-হত্যা পর্যন্ত গড়াচ্ছে। বিএনপি তাদের বহিষ্কার করেই দায় শেষ করতে চাইছে কিন্তু আমরা বিএনপিকে বলি শুধু বহিষ্কার করেই দায় শেষ করবেন না, যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন তারা যাতে বিচারের মুখোমুখি সেটা নিশ্চিতে কর্মসূচি নিন; অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করুন। জুলাই অভ্যুত্থানের পর কেউ যদি মনে করেন আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যাবেন তবে ভুল করবেন, বাংলাদেশ আর পেছনের দিকে যাবে না।"
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, দপ্তর সম্পাদক অমুপম রায় রূপক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত