ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

১৪ জুলাই রাত ১২টায় প্রতীকী স্লোগান নিয়ে হল থেকে বের হবেন ঢাবির ছাত্রীরা

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১০ ২০:৩৮:৪২
১৪ জুলাই রাত ১২টায় প্রতীকী স্লোগান নিয়ে হল থেকে বের হবেন ঢাবির ছাত্রীরা

জুলাই অভ্যুত্থানকে স্মরণ ও নারীদের অবদানের স্বীকৃতি সরূপ করে ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ন্যায় আগামী ১৪ জুলাইও প্রতীকী স্লোগান নিয়ে হল থেকে বের হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

আজ বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি গ্রহণকে কেন্দ্র এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডুয়া নিউজকে একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৪ জুলাই রাত ১০টায় এবং রাত ১২টায় আলাদাভাবে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করা হবে।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ১৫ জুলাই ২০২৫ ক্যাম্পাসে এলইডি ডিসপ্লে করা হবে। ১৫ জুলাই থেকে ০৫ আগস্টের মধ্যে যে কোন ১দিন সমাজের সকল শ্রেণির অংশগ্রহণে সর্বজনীন একটি কর্মসূচি গ্রহণ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল গ্রাফিতি সংরক্ষণের লক্ষ্যে একটি প্রকাশনা বের করা হবে। আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা নিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে ৩টি পৃথক কমিটি গঠন করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ