ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

প্রশ্নফাঁসের চেষ্টায় কেন্দ্র থেকে ৩ পরীক্ষার্থী আটক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১১ ২২:৩৩:০৯
প্রশ্নফাঁসের চেষ্টায় কেন্দ্র থেকে ৩ পরীক্ষার্থী আটক

উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে রাজধানীর একটি কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর এক পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শকদের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে তাকে মোবাইলসহ হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে একই কেন্দ্রে আরও দুজন পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাদেরও আটক করা হয়। আটক তিনজনকে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম। তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সন্দেহজনক আচরণের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।"

পিএসসি জানায়, প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শরীর ও ব্যাগ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। এই সতর্কতার কারণেই প্রশ্নফাঁসের অপচেষ্টাটি ব্যর্থ করা সম্ভব হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত