ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু

ডুয়া নিউজ- অ্যালামনাই
২০২৫ জুলাই ০৫ ১২:৪২:২৬
শিক্ষার্থীদের জন্য সবসময় ডুয়ার অফিস খোলা : শামসুজ্জামান দুদু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেকোন সময় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে চলে আসবা। ডুয়া সবসময় তোমাদের পাশে থাকবে।

শনিবার (৫ জুলাই) সকালে অ্যালামনাই ফ্লোরে ডুয়ার বৃত্তি প্রদানের লক্ষ্যে সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমের উদ্বোধন সভায় এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, এখানে যারা আছে সবাই বৃত্তি পাওয়ার যোগ্য। তোমরা সবাই যোগ্য। ঢাকা ইউনিভার্সিটিতে সবাই সুযোগ পায় না। যেকোনো প্রয়োজনে আমাদের অফিসে আসবে।

তিনি বলেন, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমি এখনো ঢাবির ছাত্র। কোন সময় হতাশ হবা না কারণ তোমরা ঢাবির ছাত্র, আমরা তোমাদের সঙ্গে আছি।

ডুয়ার সদস্য সচিব আবদুল বারী ড্যানী বলে, আমাদের যদি সামর্থ্য থাকতো আমরা সবাইকে বৃত্তি দিতাম। সীমিত সামর্থ্যের মধ্যে আমরা যতজনকে পারি ততজনকে বৃত্তি দিবো। আগে ডুয়া আড়াই হাজার টাকা করে বৃত্তি দিতো এখন আমরা ৩ হাজার টাকা করে বৃত্তি দিচ্ছি। যারা শারীরিকভাবে অক্ষম তাদের শতভাগকেই আমরা বৃত্তির আওতায় নিয়ে আসছি।

তিনি বলেন, তোমরা যখন প্রতিষ্ঠিত হবে তোমরাও অসচ্ছল এক-দুইজন শিক্ষার্থীর দায়িত্ব নিবা। তোমাদের সামর্থ্যের মাধ্যমে যেন এগিয়ে যেতে পারে সেইসব পিছিয়ে পড়া শিক্ষার্থী।

ডুয়ার সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সবসময় চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার। আজকে আমরা অনেক কঠিন কাজ করতে যাচ্ছি। আমি যখন ছাত্র ছিলাম তখন আমারও বৃত্তির প্রয়োজন ছিলো। আজকে এখানে যারা আছেন সবারই এই বৃত্তির প্রয়োজন। কিন্তু এতোজন থেকে বাছাই করার কাজটি অনেক কঠিন।

তিনি বলেন, এই শিক্ষার্থীরাই এখান থেকে পাশ করে বের হয়ে অনেক বড় কিছু হবে কিন্তু কখনো যাতে ভুলে না যায় যে আমি এইরকম সংগ্রাম করে এসেছি। যারা অসচ্ছল তাদের প্রতি যাতে তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও সেই কামনা করছি।

এছাড়াও উপস্থিত আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, ডুয়া নিউজের সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী, সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক জাকির হোসেন জামাল, সুভ্রা দেবনাথ প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: দুদু

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ