ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

শামসুন্নাহার হলে নতুন সোফা দিচ্ছেন ঢাবি অ্যালামনাই শিল্পী দত্ত

২০২৫ জুলাই ২৫ ১৭:১৮:৫৪

শামসুন্নাহার হলে নতুন সোফা দিচ্ছেন ঢাবি অ্যালামনাই শিল্পী দত্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শামসুন্নাহার হলের গেস্ট রুম ও অডিটোরিয়ামের জন্য নতুন তিন সেট সোফা উপহার দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর সদস্য, সমাজসেবী ও সংস্কৃতিসেবী শিল্পী দও। তিনি ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী ছিলেন।

সোফা প্রদান উপলক্ষে শামসুন্নাহার হল প্রাঙ্গণে আজ শুক্রবার (২৫ জুলাই) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন (ডুয়া)-এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডুয়া'র সদস্য সচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ এ টি এম আব্দুল বারী ড্যানি এবং শামসুন্নাহার হল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

এই উপহারের ফলে শামসুন্নাহার হলের গেস্ট রুম এবং অডিটোরিয়াম আরও সুন্দর ও সসজ্জিত হবে। যার ফলে ছাত্রীদের পাশাপাশি অতিথিরাও উপকৃত হবেন। এটি শুধু আসবাবপত্র প্রদান নয়, বরং হলের উন্নয়ন ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান প্রজন্মের একটি সংযোগ স্থাপন—যা ভবিষ্যতে আরও অনেককে এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

শিল্পী দও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ সদস্য। এর আগেও তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে ডুয়া’র আয়োজিত বৈশাখী অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য তিনি এক লাখ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন, যা সংগঠনের প্রতি তার দায়বদ্ধতা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

সংগঠনের কর্মকাণ্ডে তার এই অবদান অত্যন্ত প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক। শিল্পী দও শুধুমাত্র আর্থিক অনুদানেই নয়, সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যায়েও ওৎপ্রোতভাবে যুক্ত থাকেন। তার মতো অ্যালামনাই সদস্যদের সম্পৃক্ততা ডুয়া’র কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও কার্যকর করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ