ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
মার্কেটিং বিভাগের প্রয়াত শিক্ষকদের স্মরণে ঢাবিতে দোয়া মাহফিল
.jpg)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের মার্কেটিং বিভাগের প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে 'মার্কেটিং শিক্ষক ফোরাম'।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যালামনাই ফ্লোরে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষিকারা একে একে তাদের স্মৃতিচারণ করেন এবং প্রয়াত শিক্ষকদের জন্য দোয়া চান। পাশাপাশি প্রয়াত শিক্ষকদের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক বলেন, আমাদের মধ্যে থেকে আমার অনেক বন্ধু এবং ছাত্র হারিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে নানা সময়ে তাঁরা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আমরা সবাই মৃত্যু পরবর্তী জীবনের জন্য নিজেদের প্রস্তুত রাখবো। আমরা জ্ঞান দানের সাথে লেগে থাকবো, তাহলে এটি পরবর্তী জীবনে আমাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। আমরা এই দোয়া করবো, আমাদের স্টুডেন্টরা যেনো আমাদের ছাড়িয়ে বড় কিছু অর্জন করতে পারে।
অনুষ্ঠানের সভাপতি খন্দকার মাসুদুজ্জামান প্রয়াত শিক্ষকদের স্মরণ করে বলেন, যারা চলে গিয়েছেন, প্রত্যেকেই অনেক বড় মানুষ ছিলেন। আমরা তাদের জন্য দোয়া করবো, তাদের অনুপস্থিততে তাদের পরিবারের পাশে দাঁড়াবো। পাশাপাশি এই ফোরামের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। তাদেরকে এই ফোরামের নেতৃত্ব হাতে তুলে নিতে হবে।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও অনুষ্ঠানের বিশেষ অতিথি খন্দকার রাফিক হাসান বলেন, এই শিক্ষকরাই হচ্ছে মানুষ গড়ার কারিগর। আমরা চেষ্টা করবো ভালো শিক্ষক হওয়ার জন্য, যাদেরকে সবাই স্মরণ রাখবে। যাতে করে আমাদের দেখে সবাই শিখতে পারে, আমাদের জীবন সবার জন্য অনুকরণীয় করে তুলতে হবে।
মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. রাকিবুজ্জামান স্মৃতিচারণ করে বলেন, যারা আমাদের ছেড়ে চলে গিয়েছে তারা আমাদের অনেকের বন্ধু, অনেকের সহকর্মী ছিলেন। আমরা তাদেরকে এখনো স্মরণ করি। মার্কেটিং শিক্ষাখাতেও তারা অনেকে অনেক অবদান রেখেছে। আমরা তাদেরকে ভুলে যায় নি, তারা আমাদের হৃদয়ে সবসময় আছেন।
সভায় আরও কথা বলেন, হাবীবুল্লাহ বাহার কলেজের অধ্যাপক ওয়াসি আল মাসুম, বোরহান উদ্দিন কলেজের অধ্যাপক সৈয়দ আল মামুন, ঢাকা সিটি কলেজের অধ্যাপক মাসুদ উর রহমান বলেন, ঢাকা কমার্স কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ