ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

দ্য প্রিন্ট: কলকাতায় পলাতক আওয়ামী নেতাদের গোপন জীবন

২০২৫ আগস্ট ২০ ১২:১২:৪৬

দ্য প্রিন্ট: কলকাতায় পলাতক আওয়ামী নেতাদের গোপন জীবন

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা গোপনে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে, এসব নেতা বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকায় গোপনে বসবাস করছেন। কেউ কেউ আত্মীয়দের বাসায়, আবার অনেকে ভাড়া করা অ্যাপার্টমেন্টে নতুন জীবনযাপন শুরু করেছেন।

প্রতিবেদনে বলা হয়, পলাতক নেতারা আপাতদৃষ্টিতে আত্মগোপনে থাকলেও নিয়মিত ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলের অভ্যন্তরীণ যোগাযোগ বজায় রাখছেন। এদের কেউ কেউ ব্যায়াম, স্বাস্থ্যপরীক্ষা ও রান্নাবান্না নিয়ে ব্যস্ত। আবার কারও সময় কাটছে ব্যক্তিগত উন্নয়নে—হেয়ার ট্রান্সপ্লান্ট কিংবা লেখালেখিতে।

কলকাতার নিউ টাউন এলাকার আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং বিমানবন্দরের নিকটতা তাদের এই জায়গা বেছে নেওয়ার অন্যতম কারণ।

প্রতিবেদনে উঠে এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের নাম। কামাল বর্তমানে পরিবারসহ নিউ টাউনে একটি ফ্ল্যাটে থাকছেন। তিনি দিল্লি গিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও অংশ নিচ্ছেন বলে দাবি করেছে দ্য প্রিন্ট।এ আরাফাত জানিয়েছেন, তার দিন কাটছে ভার্চুয়াল মিটিং ও নিরবিচ্ছিন্ন ব্যস্ততায়।

নেতারা একটি নির্দিষ্ট জায়গায় নিয়মিত বসেন, তবে এটিকে ‘গোপন পার্টি অফিস’ নয় বরং ‘দলীয় মিলনকেন্দ্র’ বলা হচ্ছে। সেখানে চলছে আলোচনা, পরিকল্পনা এবং ভবিষ্যতের প্রস্তুতি।

একজন সাবেক এমপি জানান, তারা এখন ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটে থাকেন, নিজেই রান্না করেন, সকালে জিমে যান এবং সন্ধ্যায় ভার্চুয়াল মিটিং করেন।প্রতিবেদনে আরও জানানো হয়, সরকারের সাবেক কূটনীতিক হারুন আল রশিদ বর্তমানে কানাডার অটোয়ায় অবস্থান করছেন। তিনি এখন বই পড়া ও লেখালেখিতে সময় দিচ্ছেন। লিখেছেন একটি ডিসটোপিয়ান উপন্যাসও।

নেতাদের কেউ কেউ এখনও দেশে ফেরার স্বপ্ন দেখছেন, আবার কেউ সময়টিকে ব্যবহার করছেন ব্যক্তি উন্নয়নের সুযোগ হিসেবে। তবে দ্য প্রিন্ট-এর মতে, তারা কেউই এখনো নিরাপদে দেশে ফেরার পরিবেশ দেখছেন না।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত