ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অস্বচ্ছল শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় আনাই আমাদের লক্ষ্য : ডুয়া সদস্য সচিব

ডুয়া নিউজ- অ্যালামনাই
২০২৫ জুলাই ২৬ ১৩:২৫:৫৪
অস্বচ্ছল শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় আনাই আমাদের লক্ষ্য : ডুয়া সদস্য সচিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অসচ্ছল শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় আনার জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া' কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বৃত্তির আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে ডুয়া নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

আবদুল বারী ড্যানী বলেন, ২০২২-২৩, ২০২৩-২৪ এই দুই সেশন থেকে ১৩৫৫ জনের মতো শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করেছে। তাদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে যাচাই-বাছাই করে ৩৫০- এ আনা খুব কঠিন। আজ আমরা সর্বশেষ সাক্ষাৎকার নিচ্ছি। আমি প্রায় সব সাক্ষাৎকারে বসেছি। সবার দুঃখ কষ্টগুলো শুনেছি। কিভাবে যে তাদের আমরা তাদের সংখ্যা নির্ধারণ করব সেটা নিয়ে বড় চিন্তায় আছি। কারণ বেশিরভাগ শিক্ষার্থীই এত অস্বচ্ছল, সবাইকেই বৃত্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। সাধ্য থাকলে সবাইকেই আমরা বৃত্তির আওতায় নিয়ে আসতাম। আমি দেশের বৃত্তবানদের প্রতি আহবান জানাচ্ছি তাঁরা যেন আমাদের প্রিয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

তিনি বলেন, সবাইকে বৃত্তি দিতে পারলে আমাদের ভালো লাগতো। দীর্ঘদিনের একটা প্রক্রিয়া আমরা চাইলেও অনেক পরিবর্তন নিয়ে আসতে পারিনি। তারপরও ৩০০ ছিল সেটা ৩৫০-এ উন্নীত করেছি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিচ্ছি। যারা বৃত্তি পাবে না, তাদের জন্য টিউশনি বা অন্য কিছু বিকল্প ব্যবস্থা করার আমরা চিন্তা-ভাবনা করছি।

ডুয়া সদস্য সচিব জানান, বিশ্ববিদ্যালয়ের বয়স ১০৪ বছর হয়েছে। ১০০ বছর পূর্তিকে সামনে রেখে আমরা ১০০ কোটি টাকার ফান্ড সংগ্রহ করার উদ্যোগ নিয়েছি। সবাইকে পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। যদি সেটা করতে পারি, আমরা সফল হই তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে আমরা বৃত্তির আওতায় আনতে পারব। আর এটাই আমাদের এখন সর্বোচ্চ লক্ষ্য।

তিনি আরও বলেন, বাছাই করার পর যারা বৃত্তি পাবে তাদের নিয়ে আমরা একটা মিটিং ডাকব। যারা বৃত্তি পাবে তারা জানে এটা কতটা হেল্পফুল। তারাও যেন আগামীতে অন্তত একজন ছাত্রের দায়িত্ব নেয় সে বিষয়ে তাদের আমরা বার্তা দেব। এছাড়া বাল্য বিবাহ, মাদক থেকে রক্ষাসহ সামাজিক বিভিন্ন বিষয়ে তারা অবদান রাখবে। তাদের মধ্যেও যেন সহানুভূতিশীল আচরণ বিদ্যমান থাকে, বাস্তব জীবনে এসে যাতে তারাও শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, সে বিষয়ে আমরা তাদের অনুপ্রাণিত করবো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ