ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জুলাই বিপ্লবের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কাল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১৮:১৭:০৯
জুলাই বিপ্লবের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কাল

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ২৭ জুলাই (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই বিপ্লবের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন।

'দ্য লিগ্যাসি অব জুলাই রেভ্যুলেশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ' শীর্ষক এই সম্মেলনের মূল লক্ষ্য হলো জুলাই

বিপ্লবের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, একাডেমিকগবেষণাপত্র উপস্থাপন ও বিশ্লেষণমূলক আলোচনা এবং 'বাংলাদেশ ২.০' গঠনের দিকনির্দেশনা তৈরি। এ লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশ ও বিদেশের মোট ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশ নিচ্ছে

ঢাকা ভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েররাষ্ট্রবিজ্ঞান বিভাগ-এর যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়েররাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, সিঙ্গাপুরের নানিয়াংটেকনোলজিকাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অব পিস অ্যান্ডকনফ্লিক্টস্টাডিজ, দ্য ইন্টারনেশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ডডিপ্লোমেসি, যুক্তরাজ্যের বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ, যুক্তরাষ্ট্রভিত্তিক সোচ্চার, ঢাকার ইনসাফ, তুরস্ক ভিত্তিক সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ, ঢাকার সেন্টার ফর পলিসি অ্যানালিসিসঅ্যান্ডঅ্যাডভোকেসি, এবং যুক্তরাজ্যের জাগরণ ফাউন্ডেশনএছাড়া, সম্মেলনটি বিভিন্ন সামাজিক, কমিউনিটি-ভিত্তিক, অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগিতায়আয়োজিত হচ্ছে।

উক্ত সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়নগণপূর্তমন্ত্রণালয়েরসম্মানিত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রণালয়েরসম্মানিত উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়েরসম্মানিত উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুলআবরার, প্রধান উপদেষ্টার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত প্রফেসর লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার দপ্তরের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং তুরস্কের বিশিষ্ট বুদ্ধিজীবী ও একাডেমিক প্রফেসর ড. ইয়াসিনআক্তাই

উক্ত সম্মেলনে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা, ১০টির বেশি সরাসরি প্যানেলে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা থাকবে। এতে আলোচনা করবেন কোস্টারিকার ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস)-এর ইমেরিটাস অধ্যাপক ড. আমর আব্দুল্লা, দৈনিক আমারদেশেরসম্পাদক ড. মাহমুদুররহমান, মালয়েশিয়ারপলিটিথিং কট্যাঙ্কেরনির্বাহীচেয়ারপারসনমালয়েশিয়ারপ্রধানমন্ত্রীআনোয়ারইব্রাহিমেরকন্যানুরুলইজ্জাহআনোয়ার, সিঙ্গাপুরেরনানিয়াংটেকনোলজিকালই উনিভার্সিটিরঅধ্যাপক ড. মো. সাইদুলইসলাম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কূটনীতিক জন ড্যানিলোভিচ, বাংলাদেশ প্রকৌশলবিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. সৈয়দা সুলতানা রাজিয়া, যুক্তরাজ্যের জাগরণ ফাউন্ডেশনেরচেয়ারম্যান শরীফ বান্না, এবং কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক ড. উসামা আল-আজামি প্রমুখ।

এছাড়াও, সম্মেলনে উপস্থাপনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৪০০-এর বেশি গবেষণা প্রবন্ধ জমাপড়েকঠোরপিয়াররিভিউপ্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ৬০টি প্রবন্ধকে মৌখিক উপস্থাপনার জন্য এবং ৬০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য মনোনীত করা হয়

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত