ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

শাহবাগে ছাত্রদল ও শিবির সমর্থকদের মুখোমুখি অবস্থান

২০২৫ সেপ্টেম্বর ১০ ০১:০৯:১০

শাহবাগে ছাত্রদল ও শিবির সমর্থকদের মুখোমুখি অবস্থান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগে মঙ্গলবার বিকেল থেকেই ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থকরা অবস্থান নিয়েছিলেন। রাত সাড়ে ১১টার পর থেকে তারা নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান ও মিছিল শুরু করেন, যা এলাকার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। ছাত্রদলের সমর্থকরা তাদের দলীয় এবং নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান দেয়। অন্যদিকে, ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাদিক কায়েমের নামে স্লোগান দেন।

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টায় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের পর কিছু আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনী কর্মকর্তারা গণনার প্রক্রিয়া শুরু করেন। ভোট গণনা শেষে সিনেট ভবন থেকে ফলাফল ঘোষণা করা হবে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত