ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
কানাডায় প্রবাসীদের জন্য এনআইডি সেবা চালু
নিজস্ব প্রতিবেদক: কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে কানাডা নিয়ে মোট ১০টি দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এনআইডি সেবার আওতায় এলেন।
এই উদ্যোগ প্রবাসে থেকে পোস্টাল ব্যালটে ভোটের দেওয়ার প্রক্রিয়ায় কানাডাকে যুক্ত করেছে, যা প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 'স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা' অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, কানাডায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একজন প্রবাসীকে প্রবাসে বসেই অনলাইন পোর্টালের (https://services.nidw.gov.bd) মাধ্যমে ভোটার নিবন্ধন ফরম-২(ক) পূরণ করে আবেদন করতে হয়। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং কানাডায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেওয়া হচ্ছে।
গত জুলাই মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও মালদ্বীপে এই কাজ শুরুর অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যে লসএঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্ক, ওয়াশিংটনসহ যেসব স্থানে বাংলাদেশের মিশন অফিস রয়েছে, সেখানেও এই সেবা শুরুর সম্মতি মিলেছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মাসে জর্ডান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি সেবা চালুর জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে কারিগরি ও প্রশাসনিক টিম সেখানে যাচ্ছে, যারা সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ, যন্ত্রপাতি স্থাপন, নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং প্রবাসীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করবে। পর্যায়ক্রমে মোট ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ মঙ্গলবার বলেন, আউট অফ কান্ট্রি ভোটিংয়ের জন্য দুটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। একটি হলো প্রবাসে থাকা এনআইডিধারী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য, এবং আরেকটি হলো দেশের অভ্যন্তরে নির্বাচনী কাজের সঙ্গে জড়িত বা আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য 'ইনকান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম'। তিনি জানান, প্ল্যাটফর্মটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীদের আপডেট তথ্য জানানো হবে। ইসি সচিব আরও নিশ্চিত করেন যে, প্রবাসীরা এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন এবং এ লক্ষ্যে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ