ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার

২০২৫ সেপ্টেম্বর ০৩ ১৫:২৫:০৬

নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যবিদবস বুধবার (০৩ সেপ্টেম্বর) আরও একধাপ উন্নতি হয়েছে শেয়ারবাজারের সূচক ও লেনদেনে। ধারাবাহিক উত্থানে বাজারে প্রতি বিনিয়োগকারীদের আস্থা তুঙ্গে। মাঝে মাঝে বাজার কিছুটা নিম্নমুখী হলেও স্বাভাবিক আচরণের কাঠামোতে রয়েছে। আজ চলতি বছরের মধ্যে প্রথমবার প্রায় ১৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। আজকের বাজার চিত্রে আবারও নতুন রেকর্ড গড়ার ইঙ্গিত পাওয়া গেছে। উত্থান অব্যাহত থাকলে অল্পদিনের মধ্যে আবারও সূচক ও লেনদেনে নতুন রেকর্ড হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। তবে দুপুর পৌনে ১২টার পর থেকেই সূচকের তীর একটানা নিচের দিকে নামতে থাকে। সাড়ে ১২টার পর আবাও সূচক উপরের দিকে উঠে যায়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩১.৬১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩.৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.৮৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৪টির দর বেড়েছে, ১৬৫টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

এদিন সিএসইতে ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৩.৪৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৪.৪৭ পয়েন্ট বেড়েছিল।

এসকে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত