ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

শিক্ষার্থীর প্রত্যাশাই আমাদের লক্ষ্যঃ সাদিক কায়েম

২০২৫ সেপ্টেম্বর ১০ ১০:৫৯:২০

শিক্ষার্থীর প্রত্যাশাই আমাদের লক্ষ্যঃ সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন সাদিক কায়েম। জয়ের পর তিনি বলেন, “মতের ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশাই আমাদের লক্ষ্য। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করব।”

সাদিক কায়েম আরও জানান, যারা একসাথে নির্বাচন করেছেন তারা পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। তিনি জুলাই বিপ্লবের স্মরণে বলেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং এখান থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখানো হবে।

দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো সাংবাদিক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। এছাড়াও সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং জিএস পদে জয়ী এস এম ফরহাদ।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত