ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নেপালে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে যা বলল মন্ত্রণালয়

২০২৫ সেপ্টেম্বর ০৯ ২৩:৩৮:৩৫

নেপালে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে যা বলল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: নেপালে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সেখানে আটকা পড়েছেন বাংলাদেশি সরকারি কর্মকর্তা, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়সহ বহু পর্যটক। তবে ঠিক কতজন বাংলাদেশি পর্যটক আটকা পড়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও জানা যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি সফরে নেপালে থাকা প্রায় একশো কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছেন। এ ছাড়া নেপালে আটকে থাকা বহু বাংলাদেশি পর্যটকও দূতাবাসের হটলাইনে যোগাযোগ করেছেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্লাইট চালু হলে আটকা পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন। এ বিষয়ে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক সমন্বয় করছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত