ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

প্রধান উপদেষ্টার টেবিলে ১৪ রাজনীতিবিদ মুখোমুখি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১৯:১৭:২৯
প্রধান উপদেষ্টার টেবিলে ১৪ রাজনীতিবিদ মুখোমুখি

অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ১৪ রাজনৈতিক দলের নেতা।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়

বৈঠকে অংশ নেওয়া নেতারা হলেন-জাতীয় গণ ফ্রন্টেরআমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদআতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপিচেয়ারম্যানফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, এনডিএম-এর ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্য জোটের মুফতি সাখাওয়াতহোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মার্কস বাদীবাসদেরসমন্বয়ক মাসুদ রানা এবং জমিয়তেউলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী

প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টা ড. ইউনূসদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চারটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক করেনপরদিন বুধবার (২৩ জুলাই) তিনি আরও ১৩টি দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত