ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: সিইসি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ২১:১২:১৪
আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনআসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সবার জন্য একটি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রের দিকে ফিরবে। সুতরাং এ চ্যালেঞ্জে আমরা যদি ব্যর্থ হই তাহলেএর খেসারত পুরো জাতিকে দিতে হবে

শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেছেন, সামনে অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকলেও আমাদের দায়িত্ব হলো জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

শনিবার খুলনায়আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিতসভায় আরও উপস্থিত ছিলেন খুলনা নৌ-অঞ্চলের কমান্ডার রিয়ারঅ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জডিআইজি মো. রেজাউল হক, খুলনা মেট্রোপলিটনপুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এবং জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত