ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৫ জুলাই ২২ ১৯:০৯:৩৮

ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ডিভিডেন্ড পেলেন বিনিয়োগকারীরা। কোম্পানি দুইটি হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং ডাচ্-বাংলা ব্যাংক। এই দুই কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটির মধ্যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

অপরদিকে, ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত