ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত

পার্বত্য জেলা বান্দরবানকে নিয়ে ‘অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় ছাত্রসংগঠনগুলো। জনসম্মুখে ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার প্রবেশ এবং এনসিপির সকল কার্যক্রম স্থগিত ও সম্পূর্ণভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার (২০ জুলাই) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে ‘ছাত্র সমাজ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন ছাত্র নেতারা।
ছাত্র নেতারা অভিযোগ করেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে 'জুলাই পদযাত্রা' চলাকালে এক বক্তব্যে সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্যকে চরম অবমাননাকর ও নিন্দনীয় আখ্যা দিয়ে তারা বলেন, এটি শুধুমাত্র একটি জেলার সম্মানহানিই নয়, বরং সমগ্র পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।
নেতারা জানান, এই মন্তব্যের পর তীব্র প্রতিবাদের মুখে স্থানীয় এনসিপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ১৯ জুলাই বান্দরবানে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’তে সারজিস আলম উপস্থিত হয়ে জনসম্মুখে দুঃখ প্রকাশ করবেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান বলে অভিযোগ করেন ছাত্র নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতা আসিফ ইসলাম বলেন, “সারজিস আলম ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবানে তার উপস্থিতি ও এনসিপির কার্যক্রম আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। পার্বত্য চট্টগ্রামকে কেউ যদি অবমাননা করে, আমরা তার রাজনৈতিক পরিচয় দেখব না, তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব।”
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল বলেন, “বান্দরবানকে অবহেলার দৃষ্টিতে দেখার মানে আমাদের অস্তিত্বকে অস্বীকার করা। আমরা এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেব না।”
নেতারা একই সঙ্গে দাবি জানান, যেসব সরকারি কর্মকর্তাকে ‘শাস্তিস্বরূপ বদলি’ হিসেবে বান্দরবানে পাঠানো হয়েছে, তাদের দ্রুত প্রত্যাহার করতে হবে এবং পার্বত্য অঞ্চলকে দুর্নীতিবাজদের জন্য বরাদ্দ এলাকা হিসেবে চিত্রিত করার প্রবণতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহ-সভাপতি মাহির ইফতেখার, খালিদ বিন নজরুল, জুবায়ের ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু