ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
সীমানা পুনর্নির্ধারণ গেজেট: ৪৬ আসনের সীমানায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পুনর্নির্ধারণে গাজীপুরে একটি আসন বেড়ে মোট ৬টি হয়েছে, অন্যদিকে বাগেরহাটে একটি আসন কমে ৩টিতে দাঁড়িয়েছে। এছাড়া, ঢাকার ৮টি আসনসহ মোট ৪৬টি সংসদীয় আসনের সীমানায় কমবেশি পরিবর্তন আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সীমানা চূড়ান্ত করার গেজেটটি প্রকাশিত হয়।
সীমানা পরিবর্তিত প্রধান কিছু আসন:
গাজীপুর: পূর্বে ৫টি আসন ছিল, এখন ৬টি। গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটির ৭-১২ নং ওয়ার্ড); গাজীপুর-২ (গাজীপুর সিটির ১-৬ ও ১৩-৩১ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন); গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন এবং গাজীপুর সেনানিবাস); গাজীপুর-৫ (কালিগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০-৪২ নং ওয়ার্ড); গাজীপুর-৬ (গাজীপুর সিটির ৩২-৩৯ এবং ৪৩-৫৭ নং ওয়ার্ড)।
বাগেরহাট: পূর্বে ৪টি আসন ছিল, এখন ৩টি। বাগেরহাট-১ (বাগেরহাট সদর, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা); বাগেরহাট-২ (ফকিরহাট, রামপাল ও মোংলা উপজেলা); এবং বাগেরহাট-৩ (কচুয়া, মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলা)।
ঢাকা: ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৭, ঢাকা-১০, ঢাকা-১৪ এবং ঢাকা-১৯ সহ মোট ৮টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে।
অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তন: পঞ্চগড়-১ ও ২, রংপুর-১ ও ৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-২, ৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ৬ ও ১০, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, এবং চট্টগ্রাম-৭ ও ৮ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।
গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল ইসি, যেখানে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল। খসড়ার ওপর দাবি-আপত্তি জানানোর শেষ সময় ছিল ১০ আগস্ট। এরপর ২৪ থেকে ২৭ আগস্ট টানা চার দিন ধরে প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। ইসি সচিব জানান, সর্বমোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ আবেদন জমা পড়েছিল। শুনানি শেষে কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর