ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
শেয়ারবাজারে তালিকাভুক্তির ১৩ বছর পর এবারই প্রথম শেয়ারধারীদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিল প্রিমিয়ার ব্যাংক পিএলসি। একই সঙ্গে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটি শতকোটি টাকার বেশি লোকসান করেছে।
বুধবার (২৭ আগস্ট) ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ সালের বার্ষিক ও চলতি বছরের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত জানানো হয়। পরদিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্যটি প্রকাশ করে ব্যাংকটি।
ডিএসইতে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রিমিয়ার ব্যাংকের নিট মুনাফা ছিল ১৩৪ কোটি টাকা। তবে তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে মুনাফা হয়েছিল প্রায় ৪১৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ২৮২ কোটি টাকা বা ৬৮ শতাংশ।
২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে এবার ব্যাংকটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। অথচ এর আগে প্রতিবছর ব্যাংকটি নগদ বা স্টক লভ্যাংশ দিয়ে আসছিল। সর্বশেষ ২০২৩ সালের জন্য শেয়ারধারীরা পেয়েছিলেন সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের লোকসান দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকা। এতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি ১৯৫ কোটি টাকা মুনাফা করেছিল।
প্রিমিয়ার ব্যাংক ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং মৌলভিত্তি ভালো থাকার কারণে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। প্রতিষ্ঠাকাল থেকেই আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবাল ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ছিল ব্যাংকটি। তবে গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইকবাল পরিবারকে পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেয়। পরে একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়। সেই নতুন পর্ষদই বুধবারের বৈঠকে আটকে থাকা একাধিক আর্থিক প্রতিবেদন অনুমোদন করে।
এদিকে লোকসান ও ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণায় বৃহস্পতিবার শেয়ারবাজারে প্রিমিয়ার ব্যাংকের দরপতন হয়। লেনদেনশেষে প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে দাঁড়ায় ৬ টাকা ৮০ পয়সায়। এদিন ১৪ লাখ ৮৮ হাজার শেয়ার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ১ কোটি টাকার বেশি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত