ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

জানা গেল কবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

২০২৫ সেপ্টেম্বর ০৪ ২০:৪৬:৩৭

জানা গেল কবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আগামী রবিবার, ৭ সেপ্টেম্বর, বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন অংশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে। আকাশ যদি মেঘমুক্ত থাকে, তবে বাংলাদেশ থেকেও এ গ্রহণ উপভোগ করা যাবে।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। গ্রহণের মোট সময়কাল হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী এটি শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ দৃশ্য দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। এছাড়া, এই দুটি প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিম অঞ্চলেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত