ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
চবিতে নিরাপদ ক্যাম্পাস-প্রক্টরিয়াল বডি পদত্যাগের দাবিতে মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথকভাবে দুইটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ এবং সন্ত্রাসীদের বিচারের পাশাপাশি প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন।
প্রথম মিছিলটি শাখা ছাত্রদলের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনার ও লাইব্রেরি মোড় ঘুরে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “আমার ভাই কোপ খায়, প্রশাসন নিয়োগ চালায়” ও “এক দফা এক দাবি, প্রশাসনের পদত্যাগ চাই”সহ স্লোগান দেন।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা বারবার হামলার শিকার হচ্ছি। প্রধান প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে ফেসবুকে পোস্ট করছেন। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ সেজন্য প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান যোগ করেন, “সাম্প্রতিক ঘটনায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী আহত হলেও প্রশাসন তালিকা করেনি এবং কোনো কার্যকর পদক্ষেপও নেয়নি। তারা পদত্যাগ না করে নিয়োগ পরীক্ষা নিয়ে ব্যস্ত।”
অপরদিকে, রাত ৮টার দিকে শহীদ মিনার থেকে সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আরেকটি মশাল মিছিল শুরু হয়। এতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ, নারী অঙ্গনসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতীকীভাবে লাল রঙ নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা দাবি করেন, ‘প্রক্টর রক্তখেকো’, তাই লাল রঙ প্রতীকী রক্ত হিসেবে ছিটানো হয়েছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, “আমরা প্রশাসনকে ছয়টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলাম। দাবি না মানায় প্রতীকী লাল রঙ নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ করেছি।”
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব বলেন, “প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও ক্লাস ও পরীক্ষা শুরু করেছে। আমাদের সাত দফা যৌক্তিক দাবি রয়েছে। তিন দিনের আলটিমেটাম দিয়েছি; তা পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। এই আন্দোলন কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, বরং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত