ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
চবিতে নিরাপদ ক্যাম্পাস-প্রক্টরিয়াল বডি পদত্যাগের দাবিতে মশাল মিছিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথকভাবে দুইটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে আহতদের চিকিৎসা, ক্ষতিপূরণ এবং সন্ত্রাসীদের বিচারের পাশাপাশি প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন।
প্রথম মিছিলটি শাখা ছাত্রদলের উদ্যোগে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহীদ মিনার ও লাইব্রেরি মোড় ঘুরে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়”, “আমার ভাই কোপ খায়, প্রশাসন নিয়োগ চালায়” ও “এক দফা এক দাবি, প্রশাসনের পদত্যাগ চাই”সহ স্লোগান দেন।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা বারবার হামলার শিকার হচ্ছি। প্রধান প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে ফেসবুকে পোস্ট করছেন। প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ সেজন্য প্রক্টরিয়াল বডিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান যোগ করেন, “সাম্প্রতিক ঘটনায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী আহত হলেও প্রশাসন তালিকা করেনি এবং কোনো কার্যকর পদক্ষেপও নেয়নি। তারা পদত্যাগ না করে নিয়োগ পরীক্ষা নিয়ে ব্যস্ত।”
অপরদিকে, রাত ৮টার দিকে শহীদ মিনার থেকে সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে আরেকটি মশাল মিছিল শুরু হয়। এতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, পাহাড়ি ছাত্র পরিষদ, নারী অঙ্গনসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতীকীভাবে লাল রঙ নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা দাবি করেন, ‘প্রক্টর রক্তখেকো’, তাই লাল রঙ প্রতীকী রক্ত হিসেবে ছিটানো হয়েছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, “আমরা প্রশাসনকে ছয়টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলাম। দাবি না মানায় প্রতীকী লাল রঙ নিক্ষেপের মাধ্যমে প্রতিবাদ করেছি।”
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মোহাম্মদ আকিব বলেন, “প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও ক্লাস ও পরীক্ষা শুরু করেছে। আমাদের সাত দফা যৌক্তিক দাবি রয়েছে। তিন দিনের আলটিমেটাম দিয়েছি; তা পূরণ না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। এই আন্দোলন কোনো গোষ্ঠীর স্বার্থে নয়, বরং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন