ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
বন্ধনের উচ্ছ্বাসে ঢাবি দর্শন অ্যালামনাইয়ের বর্ষাবরণ আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর উদ্যোগে আজ শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর পূর্বাচল ক্লাবে আয়োজিত বর্ষাবরণ ২০২৫ উদযাপন পরিণত হয় এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য উৎসবে।
দিনব্যাপী মিলনমেলায় অংশ নেন সংগঠনের ১৬০ জনেরও বেশি সদস্য। বর্ষার স্নিগ্ধ আবহে বহুদিন পর প্রিয় মুখগুলোর সঙ্গে দেখা হওয়ায় মিলনমেলাটি হয়ে ওঠে বন্ধনের উচ্ছ্বাসে আবেগময় ও স্মরণীয়।
সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রাণবন্ত মতবিনিময় পর্ব। এতে নবীন ও প্রবীণ সদস্যরা তাঁদের স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন, যা সবার মাঝে এক আত্মিক বন্ধন তৈরি করে।
দুপুরে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ। বর্ষার কোমলতা আর সহপাঠীদের উষ্ণতা মিলিয়ে মুহূর্তগুলো ফিরে নেয় ছাত্রজীবনের দিনগুলোতে।
বিকেল ৩টায় শুরু হয় বহুমাত্রিক সাংস্কৃতিক আয়োজন। গান, কবিতা ও আবৃত্তিতে সাবেক শিক্ষার্থীরা তুলে ধরেন তাঁদের সৃজনশীল রূপ। র্যাফেল ড্র ও নানা আকর্ষণীয় উপহার অনুষ্ঠানে যুক্ত হয় বাড়তি আনন্দের রঙ।
সন্ধ্যায় ছিল ঐতিহ্যবাহী খেলা—হাঁড়িভাঙা ও চেয়ারে বসা প্রতিযোগিতা—যেখানে বয়স ভুলে সবাই ফিরে যান তরুণ দিনগুলোর চঞ্চলতায়।
ডুপডা-র এই প্রাণময় আয়োজন আবারও প্রমাণ করে, বন্ধুত্ব আর স্মৃতির বন্ধন কখনো ম্লান হয় না। বরং সময়ের সঙ্গে তা হয়ে ওঠে আরও গভীর, আরও উজ্জ্বল—যার সাক্ষী হয়ে রইল বর্ষার এই অনন্য বর্ষবরণ উৎসব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ব্যরিস্টার মোহাম্মদ আলী, সিনিয়র স-সভাপতি আবদুল কাদের তালুকদার, সাবেক সভাপতি সুলতানা মুনিরা জাহান কুঁড়ি, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশরাফুল হক মুকুল, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজী এবং কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক নূরজাহান বেগম, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, আজিন্নেসা ইসলাম, জেসমিন চামেলী, মনিবুর রহমান বাচ্চু, শামসুল হক, চৌধুরী বদিউজ্জামান, আতাউর রহমান রতন, অধ্যাপক জাকির হোসেন জামাল, আইয়ুব বাঙ্গালী, জসিম উদ্দিন, কাজী সালমা সুলতানা, স্বপন কুমার দে, রশিদ আহমেদ মামুন, এফ এম জামাল হোসেন,রেজাউল করিম, জেসিমিন ফেরদৌস মিনি, সালেহা খাতুন স্নিগ্ধা, শাহিনুর আলম, মো. তহা, আয়েশা সিদ্দিকা মানী, আগা শহিদ মিন্টু, মো. শাহিনুজ্জামান, আতিকুর রহমান লিপন,কাজী ইস্তাফিজুল হক আকন্দ বাবু, সাইফুল ইসলাম, মইনুল ইসলাম মামুন, মেহেবুবা খান মৌরী, ইরাবতী মন্ডল প্রমূখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস