ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি- জেমিনী সী ফুড ও হাক্কানী পাল্পের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানি দুটির কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে জেমিনী সী ফুড এবং হাক্কানী পাল্প-কে চিঠি পাঠায় ডিএসই। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানির শেয়ার দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জ তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে চিঠি পাঠায়। এর উদ্দেশ্য হলো, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হচ্ছে কিনা, তা নিশ্চিত করা এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখা।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয় যে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি দুটির শেয়ারদর বেড়েছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, ২৯ জুলাই জেমিনী সী ফুডের শেয়ার দাম ছিল ১৪৫ টাকা ৬ পয়সায়। যা ১৩ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৭২ টাকা ৮ পয়সায়। ১০ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৭ টাকা ২ পয়সা বা ১৯ শতাংশ।
অন্যদিকে, ২১ জুলাই হাক্কানী পাল্পের শেয়ার দাম ছিল ৬৫ টাকা ৪ পয়সা। যা ১৩ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭৮ টাকা ৭ পয়সায়। ১৬ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৩ পয়সা বা ২০ শতাংশ।
সর্বশেষ ২০২৪ সালে জেমিনী সী ফুড শেয়ারহোল্ডারদের ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৬৭ পয়সা।
অন্যদিকে, ২০২৪ সালে হাক্কানী পাল্প শেয়ারহোল্ডারদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৪ পয়সা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- টানা পতনেও শেয়ারবাজারে পুনরুজ্জীবনের সংকেত
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন