ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক

২০২৫ নভেম্বর ০৪ ২৩:১৯:৪৮

বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে বিএনপি’র প্রার্থী তালিকা ঘোষণার পর শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, দেশের শেয়ারবাজারেও এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মনোনীত কয়েকজন নেতার মালিকানাধীন কোম্পানির শেয়ারের মূল্য ঘোষণার পরপরই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পাওয়া বাজার তথ্য অনুযায়ী, চারজন বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে যুক্ত ছয়টি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার আজ লেনদেনে উল্লেখযোগ্যভাবে লাভ করেছে। কোম্পানিগুলো হলো—দি অ্যাকমি ল্যাবরেটরিজ, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ), কাসেম ইন্ডাস্ট্রিজ এবং মুন্নু গ্রুপের তিনটি কোম্পানি। এরমধ্যে মুন্নু গ্রুপের তিন কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি বেড়েছে, যেগুলো লেনদেনের প্রথমভাগেই বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। কোম্পানিগুলোর শেয়ার নিয়ে ইতোমধ্যে ডুয়া নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনটির শিরোনাম ও হাইপার লিঙ্ক নিচে দেওয়া হলো-

এনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি

আবদুল আউয়াল মিন্টুর কে অ্যান্ড কিউয়ের ৫% এর বেশি উত্থান

ফেনী-৩ আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তাঁর প্রার্থী ঘোষণার পর কে অ্যান্ড কিউয়ের শেয়ার মূল্য ৫.২৯% বৃদ্ধি পেয়ে ডিএসইতে ৪১৫ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ করে। এর আগে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ৪% ক্যাশ এবং ৬% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা বিএসইসি’র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উচ্চ টার্নওভারের কারণে কে অ্যান্ড কিউয়ের ইপিএস গত বছরের ৬৭ পয়সা থেকে বেড়ে সমাপ্ত অর্থবছরে ৯ টাকা ৪৯ পয়সায় উন্নীত হয়েছে।

তাসভিরের মনোনয়নে কাসেম ইন্ডাস্ট্রিজের ৪% উত্থান

আরেক বিএনপি প্রার্থী তাসভীর উল ইসলাম, যিনি কাসেম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, কুড়িগ্রাম-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘোষণার পরে কাসেমের শেয়ার মূল্য ৩.৯৪% বেড়ে ৪২ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিটি বিএসইসি’র অনুমোদন সাপেক্ষে কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের জন্য ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কাসেম ইন্ডাস্ট্রিজের ইপিএস সমাপ্ত অর্থবছরে ৪২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ০৪ পয়সায় দাঁড়িয়েছে এবং এনএভি প্রতি শেয়ার ২৯ টাকা ০৬ পয়সায় বৃদ্ধি পেয়েছে।

মুন্নু গ্রুপের তিন শেয়ারের বড় উত্থান

মানিকগঞ্জ-৩ আসন থেকে মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা মনোনয়ন পাওয়ায় গ্রুপের তিনটি তালিকাভুক্ত কোম্পানি—মুন্নু ফেব্রিক্স, মুন্নু সিরামিকস এবং মুন্নু এগ্রো ইন্ডাস্ট্রিজ—ডিএসইতে সাড়ে ৮% থেকে ১০% এর মধ্যে বেড়েছে।

• মুন্নু ফেব্রিক্স ৯.৭৭% দর বেড়ে ১৯ টাকা ১০ পয়সায় ক্লোজ হয়েছে। কোম্পানিটি স্পন্সর ও পরিচালক ব্যতীত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উচ্চ কর ব্যয়ের কারণে এর ইপিএস গত বছরের ০৯ পয়সা থেকে কমে সমাপ্ত অর্থবছরে ০৪ পয়সায় দাঁড়িয়েছে।

• মুন্নু সিরামিকস ৯.৯২% বৃদ্ধি পেয়ে ৮৪ টাকা ২০ পয়সায় পৌঁছেছে। এটি ২% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। রাজস্ব বৃদ্ধি সত্ত্বেও উচ্চ অর্থায়ন ব্যয়ের কারণে ইপিএস সমাপ্ত অর্থবছরে ৩৯ পয়সা থেকে কমে ২২ পয়সায় দাঁড়িয়েছে।

• মুন্নু এগ্রো ইন্ডাস্ট্রিজ ৮.৭৬% বৃদ্ধি পেয়ে ৩৩৫ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং সমাপ্ত অর্থবছরে ২ টাকা ১৫ পয়সারস্থলে ১ টাকা ইপিএস দেখিয়েছে।

সিনহার অ্যাকমি ল্যাবরেটরিজের স্বল্প উত্থান

মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যালস প্রস্তুতকারক দি অ্যাকমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহাকে মনোনয়ন দিয়েছে। এই ঘোষণার পর অ্যাকমির শেয়ার মূল্য ০.১৩% শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৫ টাকা ৩০ পয়সায় স্থির হয়েছে। কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রভাবশালী ব্যবসায়িক নেতারা যখন রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে থাকেন, তখন বিনিয়োগকারীরা দ্রুত তাঁদের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে সাড়া দেন। এর কারণ হলো, বিনিয়োগকারীরা মনে করেন ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন বা নতুন নীতি সেসব বেসরকারি উদ্যোগের ভবিষ্যতের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে তাঁরা সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়ে বলছেন, রাজনৈতিক মনোনয়নের পরে শেয়ারের এই মূল্য বৃদ্ধি প্রায়শই অস্থায়ী; তাই শুধু রাজনৈতিক গতি দেখে জল্পনামূলক লেনদেন করা উচিত নয়, কারণ দীর্ঘমেয়াদী মূল্য আসলে কোম্পানির মৌলিক বিষয়গুলো দিয়েই নির্ধারিত হয়, রাজনৈতিক অধিভুক্তি দিয়ে নয়।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত