ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা কাল

২০২৫ নভেম্বর ০৪ ১৫:৩৬:৪৬

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা কাল

নিজস্ব প্রতিবেদক :আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের (জকসু) তফশিল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বুধবারি (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে। আমরা আগামীকাল নির্বাচনের আচরণবিধিও চূড়ান্তভাবে প্রকাশ করবো। আমরা তফশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি।

তিনি বলেন, আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিং এ বিস্তারিত সবকিছু জানানো হবে।

এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ