ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

আইএফআইসি ব্যাংকের প্রতারণা, ৫ কোটি টাকা জরিমানা

২০২৫ নভেম্বর ০৪ ২০:৩৫:১০

আইএফআইসি ব্যাংকের প্রতারণা, ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসিকে জামিনদার দেখিয়ে ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন হওয়ায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (০৪ নভেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আইএফআইসি গ্যারান্টেড শেরপুর টাউশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ শীর্ষক দেড় হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ও এক হাজার কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডটির জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। তবে বন্ডটি ইস্যু করেছে রিয়েল এস্টেট কোম্পানি শেরপুর টাউনশিপ লিমিটেড (এসটিএল)।

বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডটির নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ ব্যবহার করা হয়, যা বিনিয়োগকারীরা মনে করেছে যে এটি আইএফআইসি ব্যাংকের নিজস্ব বন্ড। অথচ ব্যাংকটি ছিল কেবল জামিনদার। এভাবে বিনিয়োগকারীদের ভুল ধারণা দিয়ে বিনিয়োগে আকৃষ্ট করা হয়েছে—যা সিকিউরিটিজ আইন ও বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন।

এই অনিয়মের দায়ে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত নেয় কমিশন।

এর আগে গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৯৬৫তম সভায় এই বন্ড ইস্যুর অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ওই সভায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা ও শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ করা হয়।

একইসঙ্গে তৎকালীন ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা এবং শেয়ারবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত