ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

একদিনেই পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

২০২৫ নভেম্বর ০৪ ২০:৩১:০০

একদিনেই পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

গতকাল ৯০ টাকায় বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ (৪ নভেম্বর) ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতে দেরি হওয়া এবং ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম হু হু করে বাড়ছে।

রাজধানীর মানিকনগর, মুগদা, গোপীবাগ ও ধলপুর বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মুদি দোকানগুলোতে ১০৫ থেকে ১১০ টাকা, তবে ভ্যান গাড়িতে কিছু জায়গায় ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

গোপীবাগ বাজারের আকরাম জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মো. আকরাম বলেন, বাজারে পেঁয়াজের একটি কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং ভারতের পেঁয়াজ আমদানিও বন্ধ। তিনি জানান, তিন-চারদিন আগেও ৭৫-৮০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ গতকাল ৯০ টাকা এবং আজ ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

পাইকারি বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০৫ টাকা কেজি দরে, যা গত শুক্র-শনিবারও ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছিল। আড়তদাররা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে এবং রবি মৌসুমের পেঁয়াজ এখনো বাজারে সেভাবে না আসায় সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় আমদানি চালু না হলে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।

কারওয়ান বাজারের আড়তদার মো. জালাল উদ্দিন জানান, এক সপ্তাহের ব্যবধানে আড়তে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ বলেন, গত তিন মাস ধরে দেশে পেঁয়াজের সংকট চলছে এবং দ্রুত আমদানির কোনো বিকল্প নেই।

পেঁয়াজ চাষীরা বলছেন, এ বছর বিভিন্ন জেলায় পেঁয়াজ রোপণ করতে কিছুটা দেরি হওয়ায় রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসতেও দেরি হচ্ছে। অন্যান্য বছর অক্টোবরের মাঝামাঝি সময় থেকে রবি মৌসুমের পেঁয়াজ বাজারে আসা শুরু করলেও এ বছর অনেক জেলায় এখনো পেঁয়াজ জমি থেকে উত্তোলন সম্ভব হয়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত