ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে নতুন পর্ষদ পেল প্রিমিয়ার ব্যাংক

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ১৯ ২১:২১:৩৯
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে নতুন পর্ষদ পেল প্রিমিয়ার ব্যাংক

প্রিমিয়ার ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ছয় সদস্যের একটি নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে গঠিত নতুন পরিচালনা পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে ডা. আরিফুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউসিবি ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত