ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা

২০২৫ আগস্ট ১৯ ১৯:৫৬:১৪

বদলে যাচ্ছে মিউচ্যুয়াল ফান্ডের নিয়ম, বাড়ছে জবাবদিহিতা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচ্যুয়াল ফান্ড খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে যুগোপযোগী একটি বিধিমালা প্রণয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সংস্থাটি ‘মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১’ বাতিল করে নতুন ‘মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৬৯তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়। নতুন এই বিধিমালার মূল লক্ষ্য হলো শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়ন করা এবং ইউনিটহোল্ডারদের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

নতুন বিধিমালায় মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি, হেফাজতকারী (Custodian) এবং সম্পদ ব্যবস্থাপকদের (Asset Manager) দায়িত্ব ও কর্তব্য আরও সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এতে তাদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এই খসড়াটি এখন জনমত যাচাইয়ের জন্য বিএসইসি'র ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ করা হবে।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত