ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
দক্ষ মানবসম্পদ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
দেশের আর্থসামাজিক অগ্রগতির জন্য দক্ষ ও কর্মক্ষম জনশক্তি গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া জাতি, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। চিকিৎসার খরচের ৭০ শতাংশই মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হচ্ছে, যার ফলে অনেক পরিবার দারিদ্র্যের মুখে পড়ছে।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।"অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির যৌথ ঘোষণাপত্র" স্বাক্ষর উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. নুরজাহান বেগম। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে ৩৪টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের স্বাক্ষরিত যৌথ ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনূস বলেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে অসংক্রামক রোগ প্রতিরোধ সম্ভব। স্বাস্থ্যবান্ধব কর্মসূচি ও কার্যকর নীতি গ্রহণে সরকার অঙ্গীকারবদ্ধ। এর জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও জনসচেতনতা বাড়ানো জরুরি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হার্ট, ক্যান্সার, লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়ছে। এসব রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।তিনি জানান, নিরাপদ সমাজ ও পরিবেশ গড়ে তোলার দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, বরং প্রতিটি মন্ত্রণালয়ের। সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে, পরিবার পর্যায়েও দায়িত্ব নিতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উপদেষ্টা, সচিব এবং উন্নয়ন সহযোগী প্রতিনিধিরা অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল