ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি 

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ০৫ ১০:৪২:২৪
ডিভিডেন্ড ঘোষণা করেছে ১২ কোম্পানি 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ১২টি হলো- বার্জার পেইন্টস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সানলাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স. ইসলামিক ফাইন্যান্স, বে-লিজিং এবং বিআইএফসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স. ইসলামিক ফাইন্যান্স, বে-লিজিং এবং বিআইএফসি।

বার্জার পেইন্টস

কোম্পানিি ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট সকাল ১০টায় ডিজিটিাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটিাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ অর্থবছরে বে-লিজিংয়ের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে মাইনাস ২১ টাকা ৬৭ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

সানলাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

ইসলামিক ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ কোম্পানি আলোচ্য অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২২ পয়সা।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৩৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ পয়সা।

আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই।

বে-লিজিং

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ১৬ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ ক্যাশ প্রবাহ হয়েছে ৪৮ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ আগস্ট বেলা সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

বিআইএফসি

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২৬ টাকা ১১ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরবর্তীতে জানানো হবে জানিয়েছে কোম্পানিটি। রেকর্ড ডেট নির্ধারণ করেছে ১৫ জুলাই।

ফাস ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে মাইনাস ১ টাকা ২১ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১২৫ টাকা ৫৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

ফার্স্ট ফাইন্যান্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৩৭ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।

ইউনিয়ন ক্যাপিটাল

কোম্পানিটি৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৯ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৬৩ টাকা ২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য 'নো ডিভিডেন্ড' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত