ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
ওরিয়ন গ্রুপে ৫০ লাখ টাকা নিতে গিয়ে ধরা সাবেক দুই পুলিশ কর্মকর্তা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ওরিয়ন গ্রুপের অফিসে গিয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের সাবেক দুই কর্মকর্তা। পরে শিল্পাঞ্চল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
রবিবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারের পর ওরিয়ন গ্রুপের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধরা পড়া দু’জনের একজন হলেন শিল্প পুলিশ থেকে বরখাস্তকৃত উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম পাটোয়ারী (৪৯)। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা এবং ২০২৩ সালের ডিসেম্বরে চাকরিচ্যুত হন। অপরজন নিয়ামত আলী (৭০), যিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপুর পোড়া এলাকার বাসিন্দা। তিনি ২০১২ সালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে অবসরে যান।
ওরিয়ন গ্রুপের অ্যাডমিন অফিসার অবসরপ্রাপ্ত সার্জেন্ট হারুনুর রশিদ জানান, বিকেল ৪টার দিকে দুজন ব্যক্তি অফিসে এসে মালিকের খোঁজ চান এবং নানা তথ্য জানতে চান। একপর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে কর্মকর্তারা বিষয়টি ওপরের দফতরে জানিয়ে দেন। সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদে তাদের আচরণ আরও সন্দেহজনক হয়ে ওঠে।
পরে অভিযুক্তরা অ্যাডমিন বিভাগের এভিপি ফরহাদ হোসেনকে জানায়, জালাল কোম্পানি ওরিয়ন গ্রুপের কাছে ৫৫ লাখ টাকা পায় এবং সে টাকা তাদের সঙ্গে সমঝোতা করে দিতে হবে, নাহলে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হবে। তারা নিজেদের শিল্পাঞ্চল থানা পুলিশের সদস্য দাবি করলেও সত্যতা মিলিয়ে দেখা যায়, তারা ভুয়া পরিচয় দিচ্ছে। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া দুইজন নিজেদের এসপি ও ইন্সপেক্টর পরিচয় দেন। এমনকি তাদের একজন পুলিশের পোশাক পরেছিলেন। অভিযানের সময় একটি গাড়ি (ঢাকা মেট্রো গ-১৬-১৯১৭), পুলিশ ইউনিফর্ম, দুটি মোবাইল ফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত নানা কাগজপত্র জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বলেন, ওরিয়ন গ্রুপের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান সংবাদ মাধ্যমকে বলেন, ওরিয়ন গ্রুপ থেকে ফোনে জানানো হয়, দুজন ব্যক্তি নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা দাবি করছে। পরে যাচাই করে দেখা যায়, তাদের নামে কোনো কর্মকর্তা ডিএমপিতে নেই। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল