ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে প্রতি ২২ জনে একজন প্রার্থী

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৯ ০৮:৩০:৩২
ডাকসু নির্বাচনে প্রতি ২২ জনে একজন প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১ হাজার ৭৯১ জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে। নির্বাচনে অংশ নিতে পারবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার। সে হিসেবে গড়ে প্রতি ২২ জন ভোটারের বিপরীতে রয়েছেন একজন প্রার্থী।

এদিকে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় আরও একদিন বেড়েছে। আগেরদিন সোমবার পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২৮টি পদ এবং প্রতিটি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম বিক্রি হয়। প্রতিটি ফরমের মূল্য নির্ধারিত ছিল ৩০০ টাকা।

মনোনয়ন ফরম বিক্রি শেষে সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন জানান, ডাকসুর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে বিক্রি হয়েছে ৫৬৫টি ফরম। এছাড়া ১৮টি হলে হল সংসদের জন্য বিক্রি হয়েছে ১ হাজার ২২৬টি ফরম।

হলভিত্তিক তথ্য অনুযায়ী, সর্বাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা—৯৭ জন। অন্যদিকে সবচেয়ে কম সংগ্রহ হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে, যেখানে ফরম নিয়েছেন মাত্র ২৯ জন।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন, কবি জসীম উদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়নপত্র নিয়েছেন।

গতবার ডাকসুর কেন্দ্রীয় সংসদে পদ ছিল ২৫টি। এবার নতুন তিনটি পদ যুক্ত হওয়ায় মোট পদ দাঁড়িয়েছে ২৮টিতে।

কেন্দ্রীয় সংসদের পদগুলো হলো—সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক, সমাজসেবা সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক এবং ১৩ জন নির্বাহী সদস্য।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯০২ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত