ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
মিউচুয়াল ফান্ডের দুর্দিন: ডিভিডেন্ডহীন ১৬টি, ২টির যৎকিঞ্চিত
শেয়ারবাজারে মন্দা পরিস্থিতি এবং আবাস্তব ক্ষতির (unrealised losses) বিপরীতে উচ্চহারে প্রভিশন রাখার বাধ্যবাধকতার কারণে বেশিরভাগ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড জুন ২০২৫-এ শেষ হওয়া অর্থবছরে ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। ফলে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা আরও একটি কঠিন সময় পার করছেন।
ডিএসই'র তালিকাভুক্ত ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮টি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৬টিই লোকসানের কারণে কোনো ডিভিডেন্ড দেয়নি।
শুধুমাত্র দুটি মিউচুয়াল ফান্ড- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং গ্রামীণ ওয়ান: স্কিম টু, যথাক্রমে ৩.৩ শতাংশ এবং ৭.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ফান্ড ম্যানেজাররা মিউচুয়াল ফান্ডের এই দুর্বল পারফরম্যান্সের জন্য বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। প্রধান কারণগুলো হলো- ২০২৫ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৯.৪০ শতাংশ বা ৫০২ পয়েন্ট কমে যাওয়ায় মিউচুয়াল ফান্ডগুলোর পোর্টফোলিওতে বড় ধরনের ক্ষতি হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে ভালো পারফর্ম করা অনেক শেয়ারের দাম কমে গেছে। অবাস্তব ক্ষতির বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখতে হওয়ায় ডিভিডেন্ড দেওয়ার মতো পর্যাপ্ত তহবিল তাদের হাতে ছিল না। গত দুই বছরে নতুন কোনো আইপিও (Initial Public Offering) না আসায় মিউচুয়াল ফান্ডগুলো আইপিও শেয়ার থেকে সুরক্ষিত লাভের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
ফান্ড ম্যানেজাররা জানান, মিউচুয়াল ফান্ডগুলোর আয় মূলত শেয়ার লেনদেন থেকে আসা মূলধন লাভের ওপর নির্ভরশীল। কিন্তু গত অর্থবছরের বেশিরভাগ সময় বাজার মন্দা থাকায় লাভের সুযোগ ছিল না বললেই চলে।
বেশিরভাগ ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি) ফেস ভ্যালুর নিচে নেমে আসায় তারা ডিভিডেন্ড দিতে ব্যর্থ হচ্ছেন। এটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে মিউচুয়াল ফান্ডের ওপর আস্থা সংকট তৈরি করেছে।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সংবাদ মাধ্যমকে জানান, তাদের আগের বছরের প্রভিশনিংয়ের কারণে ২০২৫ অর্থবছরে লোকসান কিছুটা কমানো সম্ভব হয়েছে। যেমন: আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড আগের বছরের ১৬৬ মিলিয়ন টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩৫ মিলিয়ন টাকা মুনাফা অর্জন করেছে।
তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, শূন্য ডিভিডেন্ড ঘোষণার এই ধারা চলতে থাকলে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড থেকে আরও দূরে সরে যাবেন। বর্তমানে ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র তিনটি ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। যেগুলো হলো-ফার্স্ট প্রাইম, গ্রামীণ-টু এবং রিলায়েন্স-ওয়ান।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়