ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আস্থার পালে নতুন হাওয়া, লেনদেন হাজার কোটির কিনারায়

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ১৮ ১৫:১৩:০৮
আস্থার পালে নতুন হাওয়া, লেনদেন হাজার কোটির কিনারায়

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৮ আগস্ট) সূচকের উত্থানের ধারা অব্যহত রয়েছে শেয়ারবাজারে। এ নিয়ে টানা ৩ কার্যদিবস সূচক বেড়েছে। এর ফলে লেনদেন প্রায় হাজার কোটি টাকা ছুঁইছুঁই করছে। আগামীকাল এ ধারা অব্যাহত থাকলে আবারও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এরফলে দিনশেষে সূচকের পাশপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৯.৯০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৪.৫৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১.৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪২টির দর বেড়েছে, ৯৪টির দর কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭৪ কোটি ১৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৯টির, কমেছে ৫২টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৫.৬২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৬.৫৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত