ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

চুয়েটে ছাত্রদলের কমিটি ইস্যুতে উত্তাল ক্যাম্পাস, বিক্ষোভ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১১ ১২:১১:০৫
চুয়েটে ছাত্রদলের কমিটি ইস্যুতে উত্তাল ক্যাম্পাস, বিক্ষোভ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ফের উত্তাল হয়ে উঠেছে ছাত্র রাজনীতি ইস্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চুয়েটে ছাত্রদলের কমিটি প্রকাশের খবরে বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

জানা যায়, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও চুয়েটে ছাত্রদলের একটি কমিটি প্রকাশ পায় বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং যেকোনো ধরনের ছাত্র রাজনীতির বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে তারা জড়ো হয়ে মিছিল শুরু করেন এবং বিভিন্ন হল প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন—‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘লাল কার্ড-ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন—সবাই লাল কার্ড’, ‘চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাঁটি’ প্রভৃতি।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অতীতে ছাত্র রাজনীতির কারণে অনেক সহপাঠী নির্যাতনের শিকার হয়েছেন। সব রাজনৈতিক দলের প্রতি সম্মান রেখেই তারা বলছেন—চুয়েটের মাটিতে কোনো ছাত্র রাজনীতি মেনে নেওয়া হবে না। গত বছর জুলাইয়ে যাদের রক্তে অর্জিত হয়েছে ক্যাম্পাসের স্বাধীনতা সেই আত্মত্যাগকে অসম্মান করা যাবে না।

তারা আরও জানান, কমিটিতে যাদের নাম থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, চুয়েটে যে কমিটি প্রকাশ পেয়েছে তা খসড়া ছিল এবং তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তিনি জানান, শুক্রবার (১১ জুলাই) নতুন কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৩৬তম জরুরি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যেকোনো রাজনৈতিক সংগঠন ও কার্যক্রমে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের ডিগ্রি-সংক্রান্ত জটিলতার নিরসনের দাবিতে প্রশাসনিক... বিস্তারিত