ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১২ ১৩:০৭:১৩
ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ধারাবাহিকভাবে অংশীজনদের সঙ্গে আলোচনায় বসছে ডাকসু নির্বাচন কমিশন।

এবার ডিপার্টমেন্টভিত্তিক সিআর এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপের এডমিনদের নিয়েও আলোচনা বসবেন তারা। ডাকসু নির্বাচন কমিশনের সদস্যরা বিষয়টি জানিয়েছেন।

তারা জানান, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে। এরপরই ডাকসু তফসিল ঘোষণা করা হবে। শিগগিরই সিআরদের সঙ্গে বসবেন তারা।

নির্বাচন কমিশন জানায়, বিভিন্ন অপপ্রচার রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব ফেসবুক গ্রুপ রয়েছে, সেগুলোর এডমিনদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন। এছাড়া বিভিন্ন অপপ্রচার রোধে আইটি সেল গঠনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ এসেছে সাংবাদিকদের পক্ষ থেকে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: ঢাবি ডুকসু

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ