ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
১০০ বছরেও আ.লীগের ফেরার সম্ভাবনা নেই: শামসুজ্জামান দুদু
এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছে, নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। আমরাও মনে করি, নির্বাচন খুব জরুরি। কারা ২-৩টা সিট পাবে, কারা জামানত হারাবে—সেটা তো নির্বাচন ছাড়া বোঝা সম্ভব না।
কৌশলে সংস্কারের নামে, বিচারের নামে নানা ‘ফ্যাতনা’ সামনে এনে নির্বাচনকে ঠেকানোর চিন্তা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
শুক্রবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “কিছু তথাকথিত বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ মনে করেন, একমাত্র তারাই ক্ষমতায় যাবেন। বিএনপি এবারই প্রথম ক্ষমতায় যাবে তা নয়—এর আগেও একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেছে।”
লন্ডনে তরেক রহমান ও ড. ইউনূসের বৈঠকের আগে দেশে অস্থিরতা ছিল জানিয়ে তিনি বলেন, “ওই সময় কেউ কাউকে বিশ্বাস করতে পারত না। কিন্তু ওই বৈঠনের পর আশাবাদের আবহ তৈরি হয়েছে যে, এবার নির্বাচন হবে। আমি সরকারকে অনুরোধ করব-ফেব্রুয়ারির শুরুতে হোক কিংবা মাঝামাঝি, নির্বাচন উপলক্ষে একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আমার বিশ্বাস, এতে করে সংকট অনেকটাই কেটে যাবে।”
আওয়ামী লীগের দেওয়া মামলার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, “বিএনপির ওপর আক্রমণ, দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা, এবং হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা প্রকাশ পেয়েছে। শেখ হাসিনা মনে করেছিলেন—নৃশংসতা চালিয়ে বিএনপিকে চিরতরে দমন করা যাবে। অথচ জনগণকে উপেক্ষা করে টিকে থাকা যায় না।”
শামসুজ্জামান দুদু আরও বলেন, “ছাত্র-জনতা, বিএনপি ও ছাত্রদলের যেসব কর্মী বুকের রক্ত দিয়েছে, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা এখনও আহত, তাদের সুচিকিৎসার দায়িত্ব যেমন সরকার নিয়েছে, তেমনি বিএনপিও নিচ্ছে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে।”
গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, “স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে না আসে, তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না, মানুষের অধিকারও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই বিষয়টি বর্তমান সরকারের মাথায় রাখা উচিত।”
আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগকে হত্যা করেছে জানিয়ে তিনি বলেন, আগামী ১০০ বছরের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ নিজেই আওয়ামী লীগকে হত্যা করেছে। সেই হত্যাকারী হলেন শেখ হাসিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল