ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভারতে বসবাস বেতন নেন বাংলাদেশ থেকে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৪ ১০:০১:২৩
ভারতে বসবাস বেতন নেন বাংলাদেশ থেকে

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তাঁর স্ত্রী, সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে বছরের বেশিরভাগ সময় ভারতে বসবাসের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনে সেখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন, পাশাপাশি তারা দুই নিয়মিত বেতন-ভাতা তোলেন প্রতিষ্ঠান থেকে।

তবে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ অভিযোগ অস্বীকার করে জানান, তাঁর স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে ভারতে আছেন। তিনি বলেন, দুই দফায় ছয় মাসের ছুটি নিয়েছেন তিনি, আর সবকিছুই প্রক্রিয়া অনুযায়ী হয়েছে।

স্থানীয়দের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যক্ষ ও তাঁর স্ত্রী ভারত চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ দেশে ফিরলেও তাঁর স্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মন্ডল চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও প্রশাসনিক দুর্নীতির প্রমাণ পাওয়ায় শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তাঁর স্ত্রী প্রভাষক চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক আদেশে তাদের এমপিও বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, ভারতে অবস্থানকালেও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন বিমল পান্ডে নামের এক শিক্ষক, যিনি ওই সময় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে ছিলেন।

কলেজের কয়েকজন শিক্ষক, নাম প্রকাশ না করার শর্তে জানান, এই শিক্ষক দম্পতি কলেজ গভর্নিং বডি ও প্রশাসনের কিছু মহলের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে গেছেন। তাদের এসব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন অফিস সহায়ক সজল সরকার।

স্থানীয় বাসিন্দা ও নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি প্রেমানন্দ সরকার বলেন, দুর্লভানন্দ বাড়ৈ অবৈধভাবে চাকরি নিয়েছেন। তিনি ভারতের কল্যাণীতে বাড়ি করে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন। অথচ বাংলাদেশ থেকে নিয়মিত বেতন তুলছেন। নামমাত্র মেডিকেল ছুটি দেখিয়ে ছয় মাস দেশে অনুপস্থিত ছিলেন, যেখানে বেসরকারি কলেজে এক মাসের বেশি ছুটি অনুমোদিত নয়।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন জানান, অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত